অগ্নিমূল্য সবজির বাজার, হানা দিল টাস্ক ফোর্স

বাজারে হানা দিল দল।

author-image
Adrita
New Update
COVER3333

নিজস্ব সংবাদদাতা, জামুরিয়াঃ বেশ কিছু দিন থেকেই খোলা বাজারে সবজির দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে সবজির দাম। সবজি কিনতে গেলে পকেট খালি হলেও, থলি ভরতি করতে হিমসিম খাচ্ছে সাধারণ মানুষ।  

এই বিষয়টি লক্ষ্য করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারের দামে লাগাম টানতে গঠন করেছেন টাস্ক ফোর্স । এরপরেই রাজ্যের বিভিন্ন খোলা বাজারে হানা দেয় টাস্ক ফোর্সের দলটি। বাদ যায়নি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বাজারেও।

আজ সকালে জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারি, রাজ্য কৃষি দপ্তর ও জামুড়িয়া থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়। এই দলে উপস্থিত ছিলেন জামুড়িয়ার ব্লক সমষ্টি উন্নয়নের জয়েন্ট বিডিও নাজিমুল ইসলাম, কৃষি দপ্তরের সৌগত রায়, সত্তম দে, মুদ্দু সেখ, মানিক মুর্মুসহ জামুড়িয়া থানার একাধিক পুলিশ কর্মীরা। প্রতি দোকানদারের নাম ও জিনিসের দাম তালিকাভুক্ত করেন দলের সদস্যরা।  

অভিযানে জামুড়িয়ায় ব্লক সমষ্টি উন্নয়নের জয়েন্ট বিডিও নাজিমুল ইসলাম বলেন,'' বাজারের দর মোটামুটি ঠিক আছে। মাছ, সবজি, আলু , পিয়াজের দাম সব ঠিক আছে। '' 

 

Adddd