মোহনপুরে স্বপ্ন জল প্রকল্প নিয়ে বৈঠকে সভাধিপতি ও কর্মাধ্যক্ষ

বৈঠকে বসলেন সভাধিপতি ও কর্মাধ্যক্ষ।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকে ' জল স্বপ্ন প্রকল্প ' নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় মোহনপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সভা হলে। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মদক্ষ শেখ আবু কালাম বক্স, জেলা পরিষদের  বনভূমি কর্মাধ্যক্ষ তপন প্রধান,  বিডিও ,মানিক মাইতি , পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কর্মাধ্যকগণ।

সূত্র মারফত জানা গিয়েছে যে, পাঁচটি অঞ্চলের প্রধানদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত মোহনপুর ব্লকে টার্গেট আছে ২৮৯৭৬ তার মধ্যে ৮৭৯৬টি বাড়ির কানেকশন হয়েছে। এখনো প্রায় সাড়ে সতেরো হাজারটি বাড়ি বাকি আছে। আগামী তিন মাসের মধ্যে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পরিশুদ্ধ পানীয় জল। প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। সেই ব্যাপারে এজেন্সি এবং জনপ্রতিনিধিকে উদ্যোগ নিতে বলা হয়েছে। কোনভাবে কোন রকম অবহেলা শোনা হবে না।

আরও জানা গিয়েছে যে, আলোচনা সেরে ফেরার পথে মোহনপুর বি পি এইচ সি পর্যবেক্ষণ করলেন সভাধিপতি এবং জেলা পরিষদ কর্মাধ্যকর শেখ আবু কালাম বাক্স। সেখানে তিনি ডাক্তার, নার্সদের সঙ্গে কথা বলেন এবং তাদের কিছু সমস্যা বসে মন দিয়ে শুনলেন। এই বিষয়ে কর্মাধ্যক্ষ বলেন, '' জেলা পরিষদের স্থায়ী সমিতির মিটিংয়ে অবশ্যই মোহনপুর এই ব্লক হসপিটাল এর ব্যাপারে কথা হবে। আপনারা লিখিতভাবে সভাধিপতির কাছে আপনাদের বক্তব্য জমা করুন। আমরা যতটা পারব আপনাদের সাহায্য করব। ''