কেশপুরের শ্রমিক সমাবেশের প্রস্তুতি সভা ডেবরায়,উপস্থিত জেলা সভাপতি

ডেবরায় প্রস্তুতি সভা।

author-image
Adrita
New Update
a

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আগামী ২৫ শে জানুয়ারী পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মুগবসানে  ঘাটাল সাংগঠনিক জেলার শ্রমিক সমাবেশের  ব্যানারে জনসভা করতে আসছেন  সাংসদ তথা আই এন টি টি ইউ সির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ডেবরা ব্লকের ডেবরা অডিটোরিয়াম হলে তারই চূড়ান্ত প্রস্তুতি সভা করলেন  ঘাটাল সাংগঠনিক জেলার আই এন টি টি ইউ সি জেলা সভাপতি সনাতন বেরা।

এদিন উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ডেবরা ব্লকের ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্বরা। এদিন ডেবরা অডিটোরিয়াম সংলগ্ন এলাকায় একটি মিছিল করা হয়। তারপর প্রস্তুতি সভা অনুস্টিত হয়। সনাতন বেরা জানান, ' আগামী ২৫ তারিখ ঘাটাল সাংগঠনিক জেলার আই এন টি টি ইউ সির বড় সভা হবে। আমরা প্রত্যেকটি ব্লকে তারই প্রস্তুতি সভা করছি। এদিন আমাদের রাজ্য সভাপতি আমাদের নির্দেশ দেবেন। সেই মতো আমরা আগামী দিনে সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাবো। ওইদিন হাজার হাজার মানুষের জমায়েত হবে কেশপুরে। আমি প্রত্যেকটি ব্লকের মাদার সংগঠন, বিভিন্ন শাখা সংগঠন এবং আই এন টি টি ইউ সির সদস্য নেতৃত্বদের ধন্যবাদ জানাই যে তারা এই সভা সফল করার জন্য উদ্যোগী হয়েছেন। '