নিজস্ব সংবাদদাতা : বিয়ে পঞ্চমী উপলক্ষে জনকপুরে ঐতিহাসিক বরাত আসছে, যা পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানকী মন্দিরের উত্তরাধিকারী রাম রোশন দাস জানান, "বিয়ে পঞ্চমী উপলক্ষে এবছর আমরা জনকপুরে বরাতকে স্বাগত জানাবো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। পাঁচ বছর পর এমন একটি উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে এবং পুরোদমে কাজ চলছে।"
এ বছর জনকপুরে সীতার বিবাহের দিন বিশেষ আয়োজন হবে, যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ। জানা গেছে, এ উপলক্ষে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হবে, যাতে ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখযোগ্য যে, বিয়ে পঞ্চমী উৎসবটি সীতার বিয়ে এবং তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয়।