কোতুলপুরে অকাল বন্যা পরিস্থিতি, পরিদর্শনে কৃষি আধিকারিকরা

কংসাবতী ক্যানেলের জলে প্লাবিত কৃষি জমি পরিদর্শন করলেন কৃষি আধিকারিকরা, পরিষ্কার করা হলো কংসাবতী ক্যানেলের আগাছা।

author-image
Jaita Chowdhury
New Update
thumb_22226

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: কংসাবতী ক্যানেলের জলে প্লাবিত কৃষি জমি পরিদর্শন করলেন কৃষি আধিকারিকরা, পরিষ্কার করা হল কংসাবতী ক্যানেলের আগাছা। গতকাল কংসাবতী ক্যানেলের ছাড়া জলে কোতুলপুরে অকাল বন্যা পরিস্থিতি। ক্যানেলের জলে কোতুলপুর ব্লকের মদনমোহন পুর গ্রাম পঞ্চায়েতের সাঁতরা তেতুলমুড়ি এলাকায় প্রায় ৫০ বিঘা আলু জমি জলমগ্ন হয়ে পড়েছিল। কৃষকরা অভিযোগ করেছিল দীর্ঘদিন ক্যানেল সংস্কার করা হয়নি, যার জেরে আগাছায় পূর্ণ হয়েছে ক্যানেল, তাই ক্যানেলের জল ফুলে ফেঁপে চাষের জমি প্লাবিত হয়েছিল। চরম সমস্যায় পড়েছিলেন কৃষকরা । ২৪ ঘন্টার মধ্যেই সরকারি আধিকারিকরা পর্যবেক্ষণে যান সেই এলাকা। আর্থমুভার দিয়ে শুরু হয় ক্যানেল থেকে কচুরিপানা ও আগাছা পরিষ্কার করার কাজ।