১৯৭১-এর সাক্ষী ছিল এই শিবির, দেখেছিল যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের জয়, ২০২৫-এ সেই স্মৃতি আজও রঙীন!
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে আগ্রায় তাজমহল ঘিরে নিরাপত্তা মহড়া
BREAKING : থামতে চলেছে ভারত-পাকিস্তান যুদ্ধ ! বড় টুইট করলেন ডোনাল্ড ট্রাম্প, দেখুন বড় খবর
ভারতীয় সেনাবাহিনী গৌরবময় অভিযান, কীভাবে পাকিস্তানকে দুর্মূষ করে দিচ্ছে ভারত, দেখুন এখানে -
পাকিস্তানের আগ্রাসনে ক্ষুব্ধ আসাদুদ্দিন ওয়াইসি, বিশ্বকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান
ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনায় বিশেষ ট্রেন চলাচল শুরু, রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশ
BREAKING : ভারত-পাকিস্তান যুদ্ধের মাঝেই এবার কড়া বার্তা দিলেন মোদি ! দেখুন বড় খবর
BREAKING : অপারেশন সিঁদুর নিয়ে বড় ঘোষণা আজ সন্ধ্যা ৬টায় !
‘অপারেশন বানিয়ান’ চালিয়ে ভারতকে জবাব, দাবি পাকিস্তানের!

ভুল ইনজেকশনে প্রসূতির মৃত্যু! ছুটে গেল বাবা থেকে তৃণমূল নেতা সবাই

হাসপাতালে চাঞ্চল্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-24 at 5.32.37 PM

হরি ঘোষ, দুর্গাপুর: প্রসূতির মৃত্যু। ভুল ইনজেকশনের অভিযোগে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সঠিক তদন্ত না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার। পরিস্থিতি সামাল দিতে পৌঁছল নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স। 

মৃতা প্রসূতির নাম লক্ষ্মী মুর্মু (২২)। কাঁকসার বিদবিহারের সন্ধিপুরের ওই প্রসূতির পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণা নিয়ে লক্ষ্মীকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বুধবার লক্ষ্মী জন্ম দেয় সন্তানের। বুধবার রাতে পেটের যন্ত্রণা শুরু হয় তার। তারপরেই ইনজেকশন দেওয়া হয়। সেই ইনজেকশনের মৃত্যু হয় লক্ষ্মীর। চিকিৎসকের যতক্ষণ না শাস্তি হচ্ছে এবং কি কারনে মৃত্যু হল তার জবাব দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি রোগীর আত্মীয়দের। বাবা রূপচাঁদ হেমব্রমের অভিযোগ, "বুধবার গভীর রাতে আমার মেয়েকে একটি ইনজেকশন দেওয়া হয়। তারপরেই কাঁপুনি শুরু হয়। তারপরেই মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর পরেও আমাদের জানানো হয়নি। সকালে এসে আমরা জানতে পারি। আমরা বিচার চাইছি"। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল বলেন, "সব মৃত্যুই দুঃখজনক। তবে এই প্রসূতির মৃত্যুর আসল কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে"। তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "ইনজেকশন দেওয়ার পরই কাঁপুনি শুরু হয়েছিল লক্ষ্মীর সাথে আরো বেশ কিছু প্রসূতি মায়ের। তারপরই লক্ষ্মীর মৃত্যু হয়। আমরা সুপারের কাছে এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। সুপার আশ্বাস দিয়েছেন তদন্ত কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করার। দ্রুততার সাথে মৃত্যুর কারণ জানাতে হবে অন্যথায় আমরা আদালতের পথে হাঁটব"।

chaoshos