ভারতের মুখরক্ষা বাংলার মেয়ের!

দুবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক জয়ী প্রনতি নায়েক হাঙ্গেরির সোমবাথেলিতে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিকস মিট-এ তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি হ্যাংঝো এশিয়ান গেমসে যোগ দিয়েছেন।

author-image
Pallabi Sanyal
New Update
ff


নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার অত্যন্ত গ্রামীন একটি এলাকা চককৃস্নদাস গ্রাম ।আর সেইখানেই জন্ম জিমন্যাস্টিয়ান প্রনতি নায়েকের।টানা কয়েক বছর কলকাতার বাইরে থেকেই বিভিন্ন পর্যায়ে অংশগ্রহন করেছেন প্রনতি। প্রচুর মেডেলেও পেয়েছেন।এমনকি অলিম্পিকেও অংশগ্রহন করেছেন।এবারে হাঙ্গেরিতে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ জিতলেন প্রনতি নায়েক।প্রনিতির স্কোর ছিল ১২.৯৬৬ পয়েন্ট।এবারেও সে অলিম্পকে অংশগ্রহন করার ইচ্ছাপ্রকাশ করেছে বলে সূত্রের খবর।অপরদিকে, এই খবর বাড়িতে আসতেই খুশির হাওয়া পরিবারে। ভারতের হয়ে একমাত্র প্রনতিই মেডেল পেয়েছে। যা নিয়ে আপ্লুত পরিবারের সদস্যরা।এবারেও সুযোগ থাকলে এবারের ওলিম্পিকেও খেলবে প্রনতি। ফিরে এসে বর্তমানে ভুবনেশ্বর এর  কলিঙ্গ স্টেডিয়ামে প্র‍্যাক্টিস চালাবে প্রনতি৷ বাড়ি ফিরবে পূজোর পর।আর এই খুশির দিনে দাঁড়িয়েও পুরানো দিনের কোনো কিছু ভোলেনি পরিবার।