রথের বাকি মাত্র কয়েকটা দিন, কাঠের রথ তৈরিতে ব্যস্ত প্রামানিক পরিবারের মহিলারা

কাঠের রথ তৈরিতে ব্যস্ত মহিলারা।

author-image
Anusmita Bhattacharya
New Update
COVER-Recovered20

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের আড়গোড়া এলাকার প্রামানিক পরিবারের ছেলেদের পাশাপাশি মহিলারা কাঠের রথ তৈরি করতে চরম ব্যস্ত এখন। আর হাতেগোনা কয়েকদিন আছে, এবার আসছে রথযাত্রা উৎসব। 

রথের সময় ছোট ছোট ছেলে-মেয়েরা এই কাঠের রথ কিনে সাজিয়ে সেই রথ টেনে রথযাত্রা উৎসব পালন করে। ৪০ বছর ধরে রথের আগে কয়েক মাস ধরে তৈরি হয়ে আসছে কাঠের রথ। এই বছর ৫০০, ৬০০, ৭০০ টাকা দামের ছোট-বড় মাঝারি মিলিয়ে ২৫০টি রথ তৈরি করেছে প্রামানিক পরিবারের সদস্যরা। রথ কিনতে বাড়িতে ভিড় জমাচ্ছে ক্রেতারা। তাদের এই কাঠের রথ পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়িয়ে হাওড়া, হুগলি জেলাসহ ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে, এমনটাই জানাচ্ছেন প্রামানিক পরিবারের সদস্যরা।

 

Adddd