প্রার্থীর সমর্থনে প্রচারে নামলেন প্রদীপ-নির্মাল্য

খড়্গপুর শহরের গোলবাজারে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে নামলেন প্রদীপ-নির্মাল্য। 

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: খড়্গপুর শহরকে মিনি ইন্ডিয়া বলা হয়। এই শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে নানা ভাষার মানুষজন থাকে। আর গোলবাজারে থাকে বেশীরভাগ অবাঙালী ব্যবসায়ীরা। বহু বছর ধরে তারা এই গোলবাজারে বসবাস করছে। তারা ব্যবসাও করছে।

publive-image

 আর সেই সমস্ত মানুষজনের ভোট পেতে মাঠে নামলেন গোলবাজার অঞ্চলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান কাউন্সিলর ও এম.কে.ডি-এর ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার। তার সঙ্গে ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ অনান্যরা।

publive-image

এদিন পুরো গোলবাজার এলাকায় জুন মালিয়ার সমর্থনে প্রচার করেন তৃণমূল নেতৃত্বরা। মমতা বন্দ্যোপাধ্যায় খড়্গপুরের জন্য কী কী করেছেন তাও বলতে শোনা যায় তাদের মুখে। প্রদীপ সরকার জানান, "খড়্গপুরের গোলবাজারের মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং আগামীতেও থাকবে।"
তিনি আরও বলেন, "আমরা আজ খড়্গপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচারে বেরিয়েছি।"

Add 1