বিদ্যুৎ-অভিযোগ! CESC-কে কড়া বার্তা বিদ্যুৎমন্ত্রীর

ঘন্টার পর ঘন্টা লোডশেডিং! তাপপ্রবাহের পরিস্থিতি রাজ্যে। উড়েছে রাতের ঘুম। দিনেও কষ্ট। এমতাবস্থায় ফের CESC-র আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

author-image
Pallabi Sanyal
New Update
123

নিজস্ব সংবাদদাতা : একেই গরমে নাজেহাল বঙ্গবাসী। তার ওপর ঘন ঘন লোডশেডিংয়ে বিগরোচ্ছে মেজাজ। সোশ্যাল মিডিয়া থেকে বিদ্যুৎ দফতর,  CESC-র অফিসেও জমেছে পাহাড় সমান অভিযোগ। বার বার কেন ঘটছে একই ঘটনা? বিদ্যুৎহীনতা নিয়ে তৃতীয়বার  CESC আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠকে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।আগামিদিনে যাতে লোডশেডিং না হয়, সেজন্য যাবতীয় পদক্ষেপ করার নির্দেশ দেন বিদ্যুৎমন্ত্রী।  বিদ্যুৎ সংস্থার আধিকারিকদের তিনি সাফ বলেন, লোডশেডিং নিয়ে তার কাছে যেন কোনও অভিযোগ জমা না পড়ে আর। বিদ্যুৎমন্ত্রী এও বলেছেন যে  ''রাজ্য সরকারে ভাবমূর্তি খারাপ হচ্ছে  CESC-র জন্য।'' যুদ্ধকালীন তৎপরতয় বিদ্যুৎহীনতার সমাধানের  নির্দেশ দিয়েছেন মন্ত্রী।