নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : এলাকায় পোলট্রি ফার্ম থাকার কারণে দিনের পর দিন এলাকায় বাড়ছে মাছির উপদ্রব। মহামারীর আতঙ্কে ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। প্রতিবাদে পোলট্রি ফার্মের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এলাকাবাসীদের মধ্যে নানা রোগের দেখা দিচ্ছে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় মাইতি পোলট্রি ফার্মের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চুনপাড়া, কাটনিমাড়ো, প্রতাপপুর, বাকড়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজন। রবিবার সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ। বর্ষার আগে মাছির উপদ্রবে নাজেহাল ওই সব গ্রামের মানুষ। মহামারীর আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। খাওয়ার সময় পাতে, ভাতের হাঁড়িতে, বিভিন্ন খাবারে বসছে মাছি। যতক্ষণ না এর একটা সুরাহা হচ্ছে ততক্ষণ গেট খুলবে না গ্রামবাসীরা।
উল্লেখ্য, গত ১৬ জুন মাইতি পোলট্রি ফার্ম এবং প্রশাসনকে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছিল, তাতেও মেলেনি সুরাহা, মাছির সংখ্যা বাড়ছে বলে গ্রামবাসীদের অভিযোগ।