নিজস্ব সংবাদদাতা, পিংলাঃ পিংলার নয়ায় পটশিল্পীদের জন্য তৈরি হওয়া সরকারী সংগ্রহ শালার বেহাল দশা। উধাও মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত বোর্ড। অর্থের অভাবে এই অবস্থা দাবী পটশিল্পীদের। এই বিষয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটুয়াপাড়া। এটি পটশিপ্লের জন্য বিশ্ববিখ্যাত। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পটশিল্পীদের জন্য একটি বড় সংগ্রহশালাও তৈরি করে দিয়েছিলেন। যেখানে শিল্পীরা তাদের কাজ করতে পারবে।
তবে অর্থের অভাবে সেই সংগ্রহশালারও বেহাল দশা। সংগ্রহশালার সেড ফাঁকা। আর সেই ফাঁক দিয়েই জল ঢুকছে ছাদে। যিনি এই সংগ্রহশালার সভাপতি সেই অমিত চিত্রকর জানান, '' অর্থের অভাবে এই অবস্থা। আমরা চাই প্রশাসন বিষয়টি দেখুক। এর মেনটেন্সের জন্য যে টাকা আসতো তা আর আসে না। তাই এই অবস্থা।
এই নিয়ে পটশিল্পীরা দাবী তুলছেন যে বিষয়টি স্থানীয় ব্লক প্রশাসন দেখুক।
অপরদিকে এই নিয়ে পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই শিং জানান, '' এই ধরনের পরিস্থিতি থাকলে আমরা বিষয়টি অবশ্যই দেখবো ৷ পিংলার নয়ার নাম ভারত বর্ষ জুড়ে। আমাদের পক্ষ থেকে যা যা করনীয় আমরা তা করবো।