নিজস্ব সংবাদদাতা: আলু নিয়ে যত গন্ডগোল। চাহিদার তুলনায় যোগান কম আর সেই কারণেই বাড়ছে আলুর দাম। এদিকে আলু ছাড়া গৃহস্থ চলে না। আলুর দাম নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। আর ঠিক সেই মুহূর্তে চলছে অবৈধ আলুর কারবার।
বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই ভুয়ো নথি তৈরি করে বাংলার আলু আসামে পাঠানোর বন্দোবস্ত চলছে। যদিও সজাগ রয়েছে পুলিশ। হাতেনাতে আটক করা হল আলুর গাড়ি।
সম্প্রতি আলুর দাম কমানোর উদ্দেশ্যে রাজ্যের আলু ভিন রাজ্যে পাঠানোয় নিষেধাজ্ঞা জারি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার। দিব্যি বুড়ো আঙ্গুল দেখিয়ে উত্তরপ্রদেশের জাল নথি তৈরি করে বাংলা থেকে বিহার আসাম ঝাড়খন্ডে যাচ্ছে আলু। বাংলা থেকে আলু যাচ্ছে অথচ কাগজ তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের নামে। মঙ্গলবার তেমনি একটি আলু বোঝাই গাড়ি আটক করে অসম বাংলা সীমান্তবর্তী নাকা পয়েন্টের পুলিশ।
আসাম বাংলা সীমান্ত এলাকায় গভীর রাতে এই অভিযান চালায় পুলিশ। হাতেনাতে পাকড়াও করা হয় একটি ট্রাক। বারবিসার কাছে ভাঙাপাকরীতে পুলিশের হাতে আটক করা হয় ওই ট্রাক। গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করতেই অসংগতি চোখে পড়ে। এরপর গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে আসে আলুর বস্তা। আটক করা হয় ট্রাক চালক রবি সাহাকে। এই ঘটনার সঙ্গে বড় চক্র জড়িত রয়েছে বলেই অনুমান পুলিশের। চালককে রিমান্ডে নিয়ে ঘটনার তদন্ত চালাবে পুলিশ।