পহেলগাম নিয়ে কোনও রাজনীতি নয়, বার্তা ওমর আবদুল্লাহর
৪০ মিনিট ধরে বৈঠক মোদী-রাজনাথের
পাক ইউটিউব চ্যানেল ভারতে ‘ব্লক’
‘ভারত বিরোধী মন্তব্য নয়’, শাহবাজকে সতর্ক করলেন নওয়াজ
BREAKING : দুই জাতির তত্ত্ব মেনে নিতে প্রস্তুত নই ! এবার পাকিস্তানকে কড়া জবাব দিলেন ফারুক আবদুল্লাহ
"পাকিস্তানিরা আমাদের জনগণকে হত্যা করবে, আর আমরা তাদের পুজো করব?"
BREAKING : চারিদিক থেকে বিপদের মধ্যে পাকিস্তান ! এবার আফগানিস্তানের সাথে বড় বৈঠক করলো ভারত
মুসলমানরা কেন সঙ্কটে? কেন মন্দির, মসজিদ সঙ্কটে? কটাক্ষ রাজ্য কংগ্রেস সভাপতির
BREAKING : ৬৩ হাজার কোটি টাকার রাফাল চুক্তি ! প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌছালো ভারত-ফ্রান্স সম্পর্ক

জাল নথি বানিয়ে আলু পাচার চলছে জোরকদমে, কিন্তু যাচ্ছে কোথায়?

আসাম বাংলা সীমান্ত এলাকায় গভীর রাতে এই অভিযান চালায় পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ayuuioi

File Picture

নিজস্ব সংবাদদাতা: আলু নিয়ে যত গন্ডগোল। চাহিদার তুলনায় যোগান কম আর সেই কারণেই বাড়ছে আলুর দাম। এদিকে আলু ছাড়া গৃহস্থ চলে না। আলুর দাম নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। আর ঠিক সেই মুহূর্তে চলছে অবৈধ আলুর কারবার। 

বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই ভুয়ো নথি তৈরি করে বাংলার আলু আসামে পাঠানোর বন্দোবস্ত চলছে। যদিও সজাগ রয়েছে পুলিশ। হাতেনাতে আটক করা হল আলুর গাড়ি। 

সম্প্রতি আলুর দাম কমানোর উদ্দেশ্যে রাজ্যের আলু ভিন রাজ্যে পাঠানোয় নিষেধাজ্ঞা জারি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার। দিব্যি বুড়ো আঙ্গুল দেখিয়ে উত্তরপ্রদেশের জাল নথি তৈরি করে বাংলা থেকে বিহার আসাম ঝাড়খন্ডে যাচ্ছে আলু। বাংলা থেকে আলু যাচ্ছে অথচ কাগজ তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের নামে। মঙ্গলবার তেমনি একটি আলু বোঝাই গাড়ি আটক করে অসম বাংলা সীমান্তবর্তী নাকা পয়েন্টের পুলিশ। 

awaeffg

আসাম বাংলা সীমান্ত এলাকায় গভীর রাতে এই অভিযান চালায় পুলিশ। হাতেনাতে পাকড়াও করা হয় একটি ট্রাক। বারবিসার কাছে ভাঙাপাকরীতে পুলিশের হাতে আটক করা হয় ওই ট্রাক। গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করতেই অসংগতি চোখে পড়ে। এরপর গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে আসে আলুর বস্তা। আটক করা হয় ট্রাক চালক রবি সাহাকে। এই ঘটনার সঙ্গে বড় চক্র জড়িত রয়েছে বলেই অনুমান পুলিশের। চালককে রিমান্ডে নিয়ে ঘটনার তদন্ত চালাবে পুলিশ।

aqrtty