নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য জুড়ে সবজির দাম বেড়েছে। সাধারণের রোজকার সবজি আলুরও দাম বেড়েছে ক্রমশ। সূত্র মারফত জানা গিয়েছে যে, কোল্ড স্টোরেজে আজকে রাখা হয়েছে আলু। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " বড় ব্যবসায়ীদের একটা অংশ কোল্ড স্টোরেজে আলু আটকে রাখছেন। কেন রাজ্যের হিমঘরগুলিতে এত বিপুল পরিমাণ আলু পড়ে রয়েছে ? "
/anm-bengali/media/post_attachments/7d885ca149e1b4fd53cd463239d2cf9c82f7a4396e8078acf4f8a78859871dd8.jpg)
আলু আটকে থাকার জন্যই আলুর দাম বেড়েছে বলে মনে করছেন একাংশ।
/anm-bengali/media/post_attachments/9702cc898803e95696b6e50e55ed96d56ecdaf0fdabeaed556a365922265bcd2.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)