নিষেধাজ্ঞা উপেক্ষা করে রমরমিয়ে চলছে আলু পাচার : সীমান্তে পৌঁছলেন মন্ত্রী

বেচারাম মান্না আলু পাচারের অভিযোগ খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরের দাতন থানার নাকা চেকপোস্টে যান এবং গভীর রাতে তদন্তে থাকেন।

author-image
Debapriya Sarkar
New Update
Export

নিজস্ব সংবাদদাতা : বঙ্গ-ওড়িশা সীমান্তে আলু পাচারের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানায় যান। এর আগে অভিযোগ উঠেছিল যে, নিষেধাজ্ঞা সত্ত্বেও রাতের অন্ধকারে আলু পাচার হচ্ছে উড়িষ্যা ও ঝাড়খন্ড সীমান্ত দিয়ে। সম্প্রতি, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আলু রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যাতে রাজ্যের আলুর দাম নিয়ন্ত্রণে রাখা যায়।

Export

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন সীমানায় আলু বোঝাই গাড়িগুলো আটক করা হয়েছে। তবে, একাধিক গাড়ি পাচারের জন্য ঝাড়খন্ড সীমান্ত দিয়ে আটকাতে গেলে তা অতিক্রম করার অভিযোগ আসে। এরপর উড়িষ্যা সীমান্ত দিয়েও পাচারের চেষ্টা চলছে বলে খবর পাওয়া যায়।

Export

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বেচারাম মান্না মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার সার্কিট হাউসে বৈঠক শেষ করে সন্ধ্যায় দাতন থানার নাকা চেকপোস্টে পৌঁছান। সেখানে তিনি পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে অভিযোগ সম্পর্কিত প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন এবং গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন। তিনি অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে গিয়ে সীমানার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার কথা জানান।