আগের তুলনায় দাম বৃদ্ধি আলুর, নাভিশ্বাস আমজনতার! বাজারগুলিতে নজরদারি

বাজারগুলিতে নজরদারিতে জেলা প্রশাসনের বিশেষ টিম।

author-image
Anusmita Bhattacharya
New Update
COVERalu

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ভিন রাজ্য রফতানিতে বাধা, তিন দিনে পড়ল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি। কর্মবিরতির জেরে হিমঘরে আলু না নামায় প্রভাব পড়েছে বাজারে। আর এই সুযোগে গোডাউনে মজুত রাখা আলু খুচরো ব্যবসায়ীদের বিক্রি করে মুনাফা লুটছে পাইকারি বিক্রেতারা। 

গত সোমবার থেকে ব্যবসায়ী সমিতির এই কর্মবিরতির জেরে ঝাড়গ্রাম জেলা সদর ও ব্লকগুলোর বাজারে প্রভাব পড়েছে আলুর জোগান ও দামে। কর্মবিরতির তিন দিনে আজ ঝাড়গ্রাম বাজারে দেখা গেল খুচরো বিক্রেতাদের কাছে এখনও তুলনায় কম হলেও আলু মজুত রয়েছে। তা দিয়েই ব্যবসা চালাচ্ছে তারা। আবার আগের তুলনায় দামও অনেকটাই বেড়ে গিয়েছে। বর্তমানে হিমঘর থেকে আলু নিয়ে ব্যবসা করলেও কর্মবিরতির জেরে হিমঘরে আলু মিলছে না, দাবি খুচরো ব্যবসায়ীদের। গত শনিবার যে আলু তারা হিমঘর থেকে তুলে রেখেছিল তা দিয়ে এবং চড়া দামে পাইকারি বিক্রেতাদের কাছ থেকেও আলু কিনে এনে বাজারে ব্যবসা চালাচ্ছে তারা। এর জেরে আগের তুলনায় বাজারে আলুর দাম কেজি প্রতি ৪০ টাকা। তবে কর্মবিরতি আরও বেশি দিন চললে বাজারে আলুর আকাল আরও প্রকট হবে আর দামও ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। সাধারণ মানুষের দাবি আলুর দাম যেনো নাগালের মধ্যে থাকে।

Adddd