আলু চাষীদের জন্যে সুখবর, বিমার টাকা দিতে হবে না চাষীদের

ডেবরা ব্লকের যে সমস্ত চাষীরা আছে তারা যথেষ্ট খুশি। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Potato

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার থেকে আলু চাষের ক্ষেত্রে বিমার টাকা দিতে হবে না চাষীদের। বীমার টাকা দেবে রাজ্য সরকার। এমন সিদ্ধান্তে খুশি ডেবরার আলু চাষীরা।

গত কয়েক বছর ধরে আলু চাষের ক্ষেত্রে বীমা করতে চাষীদের লাখ প্রতি ৩৫০০ টাকা করে প্রিমিয়াম দিতে হত। এবার থেকে আর তা দিতে হবে না। এলাকার জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিলেন ডেবরা এ ডি এ শতরূপা আচার্য। এতে ডেবরা ব্লকের যে সমস্ত চাষীরা আছে তারা যথেষ্ট খুশি। 

20220303-greek-lemon-potatoes-vicky-wasik-15-9eee1457f56b436db16cd912e1e50e5f.jpg

কারণ ডেবরার আলু চাষী রয়েছে তাদের বহু টাকার প্রিমিয়াম দিতে হয়। এবার থেকে সেই প্রিমিয়াম দেবে রাজ্য সরকার। উল্লেখ্য, ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর, ২ নং ভরতপুর, ৭ নং মলিহাটি এবং ৮ নং গোলগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় একরের পর এক জমিতে আলু চাষ হয়। অনেকে লোন নিয়েও আলু চাষ করে। সেক্ষেত্রে এই প্রিমিয়াম সরকার বিন্যামূল্যে করে দেওয়ায় তারা যথেষ্ট খুশি। 

potato farmers .jpg