নিজস্ব সংবাদাতা: সদ্য ধান তুলে আলু লাগানো হয়েছে জমিতে। বুধবার থেকে চলছে একনাগাড়ে বৃষ্টি। বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই।আর এতেই আশঙ্কা সত্যি হল কৃষকদের।কারণ ঘূর্ণিঝড়ের ফলে আবহাওয়ার পরিবর্তনে সিঁদুরে মেঘ দেখেছিল কৃষকরা।আশঙ্কা সত্যি হল তাদের,গতকাল সন্ধ্যা থেকে চলছে একনাগাড়ে ভারী বৃষ্টি,আর তাতে জল জমতে শুরু করেছে আলু জমিতে। তাই জমির জল কাটাতে সকাল থেকে কোদাল হাতে জমিতে কৃষকেরা। বৃহস্পতিবার সকালে এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়।শুধু আলু নয়,অসময়ের এই বৃষ্টিতে ক্ষতির মুখে ধান চাষিরাও। কৃষকদের দাবি, আবহাওয়ার সতর্কবার্তা পেয়ে হারভেস্টার মেশিন দিয়ে তড়িঘড়ি কাঁচা ধান কেটে নিয়ে আসা হয়েছিল। কিন্তু সেই ধান রোদে না শুকাতে পেয়ে ক্ষতির মুখে। তারই মধ্যে শুরু হয়েছে আলু লাগানো, বৃষ্টির ফলে নতুন করে আলু লাগানোর কাজ পিছিয়ে যাবে। আবার কারও আলু কাটা রয়েছে, সেই আলু বীজ নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মাঠের কাটা ধানে জল পেয়ে ধানও ক্ষতি হচ্ছে বলে দাবি কৃষকদের। যদি আরও বৃষ্টি হয় তাহলে চরম ক্ষতির মুখে পড়বে চন্দ্রকোনা,ঘাটাল, দাসপুর এলাকার কৃষকেরা।এক কথায় দুর্যোগে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকেরা।