প্রথম দেশ হিসেবে চাঁদের কুমেরুতে পৌঁছতে সফল হয়েছে ভারত। চন্দ্রযান ৩ এর সাফল্যে গর্বিত দেশবাসী। সেই গর্বের উদযাপন করতে এবার অভিনব উদ্যোগ পিংলার পট শিল্পীদের। পট চিত্র ও গানে গানে ইসরোকে জানানো হল শুভেচ্ছা।
নিজস্ব প্রতিনিধ, পিংলা : চন্দ্রযান ৩ - এর সফল অবতরণে চন্দ্রযান ও ইসরোকে নিয়ে ছবি এঁকে, গান বাঁধলেন পিংলায় নয়ার পটুয়ারা। সাফল্যের সঙ্গে চাঁদের বুকে পা রেখেছে চন্দ্রযান ৩-এর ল্য়ান্ডার বিক্রম যা নিয়ে সারা দেশ গর্বিত। বর্তমানে সারা দেশ জুড়ে সেলিব্রশনের মুড চলছে। বিভিন্ন ভাবে চন্দ্রযান ৩-এর সফল ল্যান্ডিংয়ে ইসরোকে ধন্যবাদ জানিয়েছে সবাই। আর এবার চন্দ্রযান ৩-এর সফল ল্যান্ডিংয়ের খুশিতে ছবি এঁকে গান বাঁধলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়ার পটশিল্পীরা।পটশিল্পী বাহাদুর চিত্রকর ও তার দল চন্দ্রযান ৩ নিয়ে বাড়িতে বসে পটের ছবি এঁকেছেন এবং বেঁধেছেন গান। তারা এই পটের ছবি ও গানের মধ্য দিয়ে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন।পটশিল্পদের আশা এই পটচিত্র ইসরোকে উপহার দেবেন, যদি কোনো সুযোগ আসে।