রাম মন্দির নিয়ে আবেগে ভাসছে দেশ, গান বাঁধলেন পিংলার পট শিল্পীরা

রামায়ণের পাঠ করেই নিজেদের জীবিকা অর্জন করেন। এখন শুধু গ্রাম বাংলা নয় পট শিল্পীদের মাধ্যমে রামায়ণ গান পৌঁছে গেছে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তেও। রাম মন্দির প্রতিষ্ঠার জন্য পুনরায় রাম নিয়ে গান বাঁধলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটশিল্পীরা।

author-image
Tamalika Chakraborty
New Update
222cover (7).jpg

নিজস্ব সংবাদদাতা:  ছোটদের রামায়ণ পড়ে বড় হয়ে ওঠা। সিনে পর্দাতেও উঠে এসেছে একাধিক সময়ে রামায়ণের গল্প। তবে জানেন কি, পল্লী বাংলায় আজও রামায়ণ পাঠ করে নিজেদের রুজি রুটি জোগাড় করেন পট শিল্পীরা। হ্যাঁ ঠিকই শুনেছেন!বছরের পর বছর ধরে গ্রাম বাংলার বিভিন্ন পাড়ায় পাড়ায় রামায়ণ গান শুনিয়েই রুজি রোজগার করেন পটচিত্র শিল্পীরা। অখণ্ড রামায়ণ থেকে শুরু করে রামায়ণের সাতটি খণ্ড পাঠ করে শোনান বাংলার এই প্রাচীন শিল্পের সাথে যুক্ত মানুষেরা। রামের জন্ম থেকে সীতার বনবাস, লঙ্কায় যুদ্ধ। মূলত ছবি এঁকে পর্যায়ক্রমে রামায়ণের ঘটনা বলি তুলে ধরা হয় পট শিল্পর মাধ্যমে। এখন শুধু গ্রাম বাংলা নয় পট শিল্পীদের মাধ্যমে রামায়ণ গান পৌঁছে গেছে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তেও। 

অপরদিকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে। সেই নিয়েই খুশি তারা।কারন ছোটো থেকেই এই রাম নিয়ে পটের গান শুনেছেন সবাই। তাই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার জন্য পুনরায় রাম নিয়ে গান বাঁধলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটশিল্পীরা।