হাসপাতালে পাখার অভাব! পোস্টার ঘিরে শোরগোল

হাসপাতাল চত্বরে পড়ল ব্যাঙ্গাত্বক বেনামি পোস্টার, যাতে লেখা 'ক্ষীরপাই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের করুণ দশা,রোগী ভর্তি করিতে আসিলে সঙ্গে করে পাখা বা ফ্যান আনিবেন'।হাসপাতালের দেওয়ালে সাঁটানো এমনই পোস্টারকে ঘিরে শোরগোল।

author-image
Pallabi Sanyal
New Update
ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : 'ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের করুনদশা,রোগী ভর্তি করিতে আসিলে সঙ্গে করে পাখা বা ফ্যান আনিবেন।'

তীব্র দাবদাহের মাঝে এমনই পোস্টার পড়ল ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল চত্বরে। হাসপাতালে পাখার অভাব। হাঁসফাঁস গরমে রোগীদের ত্রাহি ত্রাহি রব। এমনই অভিযোগ রোগীর পরিজনদের।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লকের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নেই পর্যাপ্ত পাখা।আর এই ঘটনায় হাসপাতাল চত্বরে পড়ল ব্যাঙ্গাত্বক বেনামি পোস্টার, যাতে লেখা 'ক্ষীরপাই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের করুণ দশা,রোগী ভর্তি করিতে আসিলে সঙ্গে করে পাখা বা ফ্যান আনিবেন'।হাসপাতালের দেওয়ালে সাঁটানো এমনই পোস্টারকে ঘিরে শোরগোল। কিন্তু পোস্টার কে দিল, খবর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।যদিও এ বিষয়ে হাসপাতালের বিএমওএইচ নিরঞ্জন কুতি বলেন, 'প্রথম থেকে হাসপাতালে যতগুলো পাখার অ্যারেঞ্জমেন্ট করা ছিল সবকটাই ঘুরছে,তবে এক্সট্রা ওয়ালফ্যান যদি কিছু লাগানো যায় তার ব্যবস্থা করছি দ্রুততার সহিত।' তবে, পোস্টারিং সম্পর্কে কিছু জানা নেই বলে তিনি জানান। এই ঘটনায় চন্দ্রকোনা-১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, 'এখনও এবিষয়ে কেউ অভিযোগ জানায়নি, বিষয়টি আমি শুনেছি, বিএমওএইচকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে রোগীদের কোন অসুবিধা না হয় দ্রুত পাখার ব্যবস্থা করার জন্য।'