নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৯ নং বলপাই গ্রাম পঞ্চায়েত এলাকার পানপাড়া এলাকায় সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা সবং পঞ্চায়েত সমিতির সদস্য মানস মিশ্রর নামে বেশ কয়েকটি পোস্টার পড়েছে যেখানে লেখা রয়েছে "মানস মিশ্র সিপিএম, গুন্ডামি করে, মদ খাইয়ে সমবায় সমিতির নির্বাচনে জেতা যায় না। যাবে না।" এছাড়াও একাধিক পোস্টার লক্ষ্য করা গিয়েছে আজ সকালে। আর এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
যার নামে পোস্টার সেই তৃণমূল নেতা মানস মিশ্র বলেন, "গত দুই দিন ধরে পানপাড়া সমবায় সমিতির নির্বাচনে মনোয়নয় দাখিলের তারিখ ছিল। কিন্তু কোনো রাজনৈতিক দল সেখানে অংশগ্রহন করেনি। এর দ্বারাই বোঝা যায় আমাদের সরকার এবং দলকে মানুষ কতটা সমর্থন করে। নির্বাচনে অংশগ্রহন করেনি। তাই দলকে সরকারকে বদনাম করার জন্য আমার নামে এই ভাবে পোস্টার লিখেছে বিরোধীরা। এটা তাদেরই চক্রান্ত। এতে আমাদের কিছু যায় আসে না"।
অপরদিকে এই নিয়ে সবংয়ের বিজেপি নেতা অজিত দত্ত গুপ্ত জানান, "গত দুই দিনে তৃণমূল তাদের নমিনেশনই করতে দেয়নি। সমিতির সামনে লাঠি হাতে লোকজনকে দাঁড় করিয়ে রেখেছিল। এটা ওদের গোষ্ঠী কোন্দলের জেরেই পোস্টার। অনেকেই আছে যারা তৃণমূলে থেকে তাদের সূর্যোদয় হয়েছে। তারাই এই পোস্টার লাগিয়েছে"।