সাংসদ দেবের বিরুদ্ধে পোস্টার! হাত-পা ভাঙার হুঁশিয়ারি

তৃণমূলের তারকা সাংসদ দেবের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়েছিল ঘাটালে। কাঠগড়ায় বিজেপি। এবার বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল নেতার।

author-image
Pallabi Sanyal
New Update
ddddd


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ঘাটালে বন্যা পরিদর্শনে আসার আগের দিন সাংসদ দেবের বিরুদ্ধে একাধিক পোস্টারিং করেছিল বিজেপি। এবার সেই পোস্টারিং করা নিয়ে তৃণমূলের প্রকাশ্য পথসভা থেকে বিজেপির হাত-পা ভেঙে নদীর জলে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শঙ্কর দোলই। তৃণমূল নেতার হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ ঘাটালের বিজেপি বিধায়ক। 
দলীয় একটি পথসভায় বক্তৃতা দিতে গিয়ে তৃণমূলের দুইবারের বিধায়ক শঙ্কর দলুইকে হুমকি দিতে দেখা যায়। তিনি বলেন যে,"সাংসদ দেবের নামে পোস্টার দেওয়া হল,দেবের ছবির পাশে গরুর ছবি দিয়ে পোস্টার দেওয়া হল। এর থেকে লজ্জার কি হতে পারে,ছিঃ বিজেপি ছিঃ। তৃণমূল কংগ্রেস কর্মীরা এর প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চায় ২০১৪ সাল থেকে বাংলাকে অনেক বঞ্চনা করে ভাতে মারার চেষ্টা করেছো,আর নই,এর পরে তোমরা যদি কুৎসা করো তোমাদের হাত পা ভেঙে আমরা নদীর জলে ফেলে দিতে বাধ্য হবো।"আর এই মন্তব্যের পরেই অস্বস্তিতে পড়েছে শাসকদল। প্রসঙ্গত ঘাটালের একসময়ের দাপুটে তৃণমূল এই নেতা গত বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির কাছে পরাজিত হন।আর তারপর থেকেই দলেই রীতিমত কোণঠাস অবস্থায় কাটাতে হয়ে তাকে।সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জেলা পরিষদ আসনে জয় হওয়ার পরেই ফের বিতর্কিত মন্তব্য তার মুখে শোনা যেতে শুরু করে।
ঘাটাল মাস্টারপ্ল্যান সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে  বুধবার বিকেলে ঘাটাল ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পর্যন্ত একটি ধিক্কার মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস।আর এই মিছিলের শেষে বক্তৃতা রাখতে গিয়ে এমন বিতর্কিত মন্তব্য উঠে আসে তৃণমূলের দাপুটে এই নেতার মুখে।যদিও এই বিষয়টিকে পাত্তা দিতে নারাজ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।

hire