নিজস্ব সংবাদদাতাঃ দিন কয়েক আগে দুর্গাপুরের মহুয়া বাগান ও আইনস্টাইন এলাকায় সিপিআইএমের দুই পোলিং এজেন্টকে হেনস্থা করা হয়। একজনের বাড়ির ভেতর দাঁড়িয়ে থাকা চার চাকা গাড়ি ব্যাপক ভাঙচুর করা হয়। আরেক সিপিআইএম কর্মীর মেয়ের দোকানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। দুটি ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
ভোট পরবর্তী হিংসার এই ঘটনা দেখতে আজ দুর্গাপুরে আসেন সেভ ডেমোক্রেসি সংগঠনের সদস্যরা ও অল ইন্ডিয়া আইনজীবী ইউনিয়ননের সদস্যরা। ছয় জনের এই প্রতিনিধি দল আজ দুর্গাপুরের ২ নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকার সেই সিপিআইএম নেতার মেয়ের পুড়ে যাওয়া টেলারিং এর দোকান ঘুরে দেখেন, যে তিনটি কাপড় সেলাইয়ের মেশিম পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেগুলো দেখেন, আর তিনটি নতুন মেশিন ও কিছু আর্থিক সাহায্য করেন এবং পাশে থাকার বার্তা দেন অসহায় পরিবারকে।
অল ইন্ডিয়া আইনজীবী ইউনিয়নের সভাপতি আইনজীবী শামীম আহমেদ সতর্ক করেন, এই ধরণের কাজ যাতে তৃণমূল না করে। হুশিয়ারী দেন প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তারা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সেভ ডেমোক্রেসি সংগঠনের রাজ্য নেতা চঞ্চল চক্রবর্তী।
যদিও দলের বিরুদ্ধে আসা যাবতীয় সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেন জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তবে এরপরও যদি ধারাবাহিক সন্ত্রাস ভোট পরবর্তী সময়ে জারি থাকে তাহলে আইনি পথে লড়াই হবে বলে জানিয়েছেন দুই সংগঠনের রাজ্য নেতৃত্ব।