ভোট পরবর্তী হিংসা! ফের আতঙ্ক দুর্গাপুরে! পুড়ে ছারখার হল বিজেপির পার্টি অফিস

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। জানা গিয়েছে, দুর্গাপুরে বিজেপির পার্টি অফিসে গতকাল রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই নিয়ে স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

author-image
Probha Rani Das
New Update
ccvover.jpg

নিজস্ব সংবাদদাতাঃ একুশের বিধাসভা নির্বাচনের পর দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিলো দুষ্কৃতীরা, এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেইবার মাত্র কয়েকদিনের ব্যাবধানে পরপর দু বার এই পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিলো দুষ্কৃতীরা।

vcbnbaq18.jpg

এবার ২৪ এর লোকসভা নির্বাচন। ফের টার্গেট দুর্গাপুরের বিজেপির পার্টি অফিস। বিজেপির পার্টি অফিসে শুক্রবার রাতে কে বা কারা আগুন লাগিয়ে দিল টা জানা যায়নি। তবে, পুড়ে ছাড়খার হয়ে গেছে বিজেপির এই পার্টি অফিস। এবারও অভিযোগের আঙুল উঠছে সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বিজেপি কর্মী সমর্থকরা ছুটে আসেন বিজেপির এই পার্টি অফিসে, শুরু হয় তুমুল বিক্ষোভ।

vcbnbaq19.jpg

ভোট পরবর্তী হিংসার জেরে এবার ফের চাঞ্চল্য দুর্গাপুরে। দিন কয়েক আগে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের অফিসে দুষ্কৃতী তান্ডবের ঘটনা ঘটেদুষ্কৃতীরা বিধায়ক অফিসের কম্পিউটার প্রিন্টার, আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথি ও বিজেপি বিধায়কের সরকারি প্যাড নিয়ে চলে যায়বিজেপি বিধায়কের অফিসে তৃণমূলের ঝান্ডাও লাগিয়ে দেওয়া হয়এর পরপরই মাত্র কয়েকশো মিটারের ব্যাবধানে বিজেপির পার্টি অফিসের দরজাও ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা।

এবার ফের বিজেপির পার্টি অফিসে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে সেই দুর্গাপুরেই। গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব, যদিও বিজেপি হেরে গিয়ে মিথ্যে অভিযোগ আনছে পাল্টা তোপ জেলা তৃণমূল নেতৃত্বের। সব মিলিয়ে গোটা ঘটনায় টানটান উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকায়। 

Add 1