পশ্চিম বর্ধমান জেলায় সম্ভাব্য প্রথম শ্রীপর্ণা মন্ডল

পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলি গ্রামের বাসিন্দা শ্রীপর্ণা মন্ডল। এলাকারই পানশিউলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ৬৮১ নম্বর পেয়ে স্কুল তথা পরিবারের লোকের কাছে গর্বের হয়ে দাঁড়িয়েছে শ্রীপর্ণা।

author-image
Pallabi Sanyal
New Update
পান

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর :  আজ প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল । রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি খনি অঞ্চলও এবার মাধ্যমিক পরীক্ষার ফলে নজর কাড়ল । পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলি গ্রামের বাসিন্দা শ্রীপর্ণা মন্ডল। এলাকারই পানশিউলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ৬৮১ নম্বর পেয়ে স্কুল তথা পরিবারের লোকের কাছে গর্বের হয়ে দাঁড়িয়েছে শ্রীপর্ণা। বরাবরই পড়াশোনায় মেধাবী শ্রীপর্ণা। এমনটাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান । শ্রীপর্ণা জানায়, তার ইংরেজিতে প্রাপ্ত নম্বর ৯৫ কিন্তু তার বিশ্বাস সে তার থেকে দুই নম্বর বেশি পেতে পারতেন । আর সেই কারণেই ইংরেজি খাতা রিভিউ করার সিদ্ধান্ত নিচ্ছে শ্রীপর্ণা। শ্রীপর্ণা জানায়, ভালো রেজাল্ট করার জন্য সে যেমন আনন্দিত, তেমনি আরো দুনম্বর বেশি পেলেই সে রাজ্যে দশম স্থান অধিকার করতে পারতো। সে কারণেই সে একটু দুঃখী । তবে ৬৮১ নম্বর পেয়ে পশ্চিম বর্ধমান জেলায় সম্ভাব্য প্রথম শ্রীপর্ণা মন্ডল এমনটাই বিদ্যালয় সূত্রে জানা যায় ।