নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গ্রাম পঞ্চায়েতের প্রধানের গ্রামেই বেহাল শৌচালয় ও রাস্তা। দুই বছর ধরে বন্ধ পানীয় জলের পাম্প। দ্রুত সমস্ত কিছু স্বাভাবিক করে দেওয়ার দাবী এলাকাবাসীর। "রাস্তা জেলা পরিষদে দেওয়া হয়েছে, পানীয় জলের পাম্প সারানোর স্কীম নেই, শৌচালয় সংস্কার করার বিষয়টি দেখবো", জানালেন গ্রাম পঞ্চায়েতের প্রধান।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/২ গ্রাম পঞ্চায়েতের কিস্মত ডেবরা এলাকায়। এই এলাকার গ্রামীন রাস্তা কয়েক বছর ধরেই বেহাল। পানীয় জলের একটি পাম্প দুই বছর ধরে খারাপ হয়ে বন্ধ ও একটি শৌচালয় বেহাল হয়ে পড়ে রয়েছে। কারুর কোনো উদ্যোগ নেই দেখার। যদিও এই খবর কানে পৌঁছতেই এলাকা পরিদর্শন করেছেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া। এলাকাবাসীর অভিযোগ এই এলাকার এই সমস্যাগুলি দীর্ঘদিন ধরেই রয়েছে। সোলার লাইট ভেঙে গিয়েছে। অঙ্গনওয়াড়ী কেন্দ্রে জলের ট্যাংক আছে, ট্যাপ আছে কিন্তু পাম্প নেই। সব মিলিয়ে চরম সমস্যা এলাকায়। আর বর্তমানে ডেবরা ৫/২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী দোলুইয়ের বাড়িও ওই গ্রামেই। এলাকাবাসীর দাবি দ্রুত এই সমস্যাগুলির সমাধান করে দেওয়া হোক।
যদিও এই বিষয়ে প্রধান তনুশ্রী দোলুই জানান, "রাস্তাটি আমরা জেলা পরিষদের স্কীমে দিয়েছি। পানীয় জলের পাম্প সারানোর কোনো স্কীম নেই, আর শৌচালয়টি কীভাবে সংস্কার করা যায় তা আমি দেখছি"। সব মিলিয়ে প্রধানের গ্রামের ওই অবস্থার কী পরিবর্তন ঘটবে সে দিকেই তাকিয়ে কিস্মত ডেবরার গ্রামবাসী।