রাস্তার এ কী হাল! প্রাণ হাতে নিয়ে চলছে যাতায়াত, দেখুন
রাস্তা ক্রমে নদীর দিকে এগিয়ে যাচ্ছে! কমছে রাস্তার ভাগও। আর সেই বেহাল রাস্তা দিয়ে প্রাণ হাতে করে চলাচল করছে আট থেকে আশি। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ভোগান্তি চরমে।
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল নদী বাঁধের ঢালাই রাস্তা। রাস্তা ধসে হারিয়ে যাচ্ছে নদী গর্ভে। ঝুঁকি নিয়েই নদীগর্ভে চলে যেতে বসা অবশিষ্টাংশ রাস্তা দিয়ে যাতায়াত স্কুল পড়ুয়া থেকে এলাকাবাসীর।চরম সমস্যায় রয়েছে গ্রামবাসী থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের মাধবচক গ্রামের বাদুরতলা এলাকার। জানা যায়, বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় ধসে পড়ে রয়েছে ঝুমি নদী বাঁধের ঢালাই রাস্তা।আর রাস্তা ধসে যাওয়ার কারণে চরম সমস্যার মধ্যে রয়েছে গ্রামবাসী থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা, প্রায় ১৫ টি গ্রামের মানুষজন থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা যাতায়াত করে এই রাস্তা দিয়ে, হেঁটেও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় তাদের,যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড়ো দুর্ঘটনা। অভিযোগ, হুঁশ নেই প্রশাসনের। গ্রামবাসীদের অভিযোগ বেশ কয়েক বছর ধরে মাধবচক গ্রামের নদী বাঁধের ঢালাই রাস্তাটি বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে।সাইকেল মোটরসাইকেল চেপে যাতায়াত করা দূরের কথা হেঁটে যেতেও ভয় লাগে তাদের, অনেকবার এই রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা। যদিও রাস্তাটির মেরামত হয়েছিল ত্রিপল ও বালির বস্তা দিয়ে, কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি,কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ধসে গিয়েছে নদী বাঁধ,রাস্তা হারিয়ে যাচ্ছে নদী গর্ভে। তারা চাইছে নদীপাড় থেকে পাকা ঢালাই করে স্থায়ীভাবে সমাধান হোক এই রাস্তার।এখন দেখার কি উদ্যোগ নেই প্রশাসন, এবং স্থায়ীভাবে কবে হবে রাস্তার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছে গ্রামের মানুষজন।