নিজস্ব সংবাদদাতা: নিহত ছেলের মুখ শেষ বারের মতো দেখতে চেয়ে বনপ্রতিমন্ত্রীকে অনুরোধ পরিযায়ী শ্রমিকের বাবা মায়ের। ব্যবস্থা তো দূর ছেলে হারা বাবা মায়ের কাতর আর্জি শোনারও প্রয়োজন মনে করলেন না মন্ত্রী বীরবাহা হাঁসদা। আর তাই শেষ দেখা হলনা পরিবারের। বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে বারবার অনুরোধ করেও কোনো সুরাহা হয়নি বলে দাবি ছেলেহারা পরিবারের।
বেঙ্গালুরুর সেকেন্দ্রাবাদে কাজে গিয়ে আর বাড়ি ফেরা হলনা পরিযায়ী শ্রমিক সুকলাল কিস্কুর। বাড়ির আর্থিক অনটন মেটাতে আদিবাসী পরিবারের ছেলে সুকলাল গিয়েছিল বেঙ্গালুরুর সেকেন্দ্রাবাদে শ্রমিকের কাজে। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দূর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। সেখান থেকে পরিবারকে জানানো হলেও আর্থিক সমস্যার জন্য যেতে পারেনি পরিবার।
/anm-bengali/media/media_files/2025/03/19/pgRtvGRQJgr0z0odFBuN.png)
স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও স্থানীয় বিধায়িকা তথা মন্ত্রী বীরবাহাকে জানায় পরিবার। জানিয়েও কোন লাভ হয়নি। যেখানে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন রকমের উদ্যোগ নেয়; সে জায়গায় দাঁড়িয়ে এখানকার স্থানীয় প্রশাসন ও স্থানীয় বিধায়িকার এহেন আচরণে মৃতের পরিবার শেষ দেখা দেখতে পেল না তার ছেলের দেহ।
স্থানীয় প্রশাসন যদি একটু উদ্যোগ নিত তাহলে তার দেহ ফিরে আসত বলে দাবি সুকলালের পরিবারের। পরিবারের অভিযোগ মন্ত্রী বীরবাহা এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এই বিষয় নিয়ে জেলাশাসককে প্রশ্ন করলে তিনি প্রসঙ্গ এড়িয়ে জানান বিষয়টা তাদের কাছে আসেনি। এদিকে মন্ত্রীও কার্যত একই কথা বলেন।