ঝুঁকি! বেহাল দশা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা! মাথার ওপর নেই ছাদ! বিপজ্জনক অবস্থায় প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পঠন পাঠন থেকে মিড ডে মিলের রান্না। বাবা মায়েরাও ভয় পাচ্ছেন বাচ্চাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাতে। কবে ফিরবে হাল?

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
11111111111


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/২ অঞ্চলের দক্ষিণ মীঞাপাড়া এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ( শিশু শিক্ষা নিকেতন) প্রায় ৩ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। শিশুদের পড়াশোনা করানো ও খিঁচুড়ি-ডিম রান্না করে শিশুদের খাওয়ানো, পুরোটাই জীবনের ঝুঁকি নিয়ে করতে হয় একজন কর্মী এবং একজন  সহায়িকাকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাথায় কোনো ছাদ নেই। বিপদজনক অবস্থায় রয়েছে ছাদের কাঠামো, যে কোন মুহূর্তে বড়  দুর্ঘটনা করতে পারে।   অতিরিক্ত রৌদ্র  কিংবা বর্ষাকে উপেক্ষা করেই চলে স্কুল। বর্তমানে স্কুলে শিশুর সংখ্যা  ৩০ জন। এছাড়াও স্কুলে এই অবস্থা দেখে অনেক বাবা মা শিশুদের পাঠান না স্কুলে।বহুবার  এলাকায় পঞ্চায়েত প্রধানকে বলেও কোন কাজ হয়নি। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে স্কুলটি সংস্কার করা হোক। কেন্দ্রের শিক্ষিকা জানান আমরা সব জায়গায় জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি।