নিজস্ব সংবাদদাতা, সবং: সারা বছর রাজনীতি, মন্ত্রীত্ব, সংগঠন, সমাজসেবা করেই কেটে যায়। বাড়ির লোকেদের সময়ই দিতে পারেন না বর্তমান রাজ্যের জলসম্পদ ও সেচ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। বহু বছর আগে বর্গী হামলায় সময় পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের কোলন্দা গ্রামে এসে হাজির হন তাদের পূর্বপুরুষ। আর সেখানেই কুলদেবতা গোপাল ঠাকুরকে প্রতিষ্ঠা করেন। তারপর স্বপ্নাদেশ পান তারা। তারপরেই দুর্গাপুজোর শুরু হয় বাড়িতে। এখনও বাড়ির সামনে অতি প্রাচীন দুর্গা মন্দির রয়েছে, যা ভগ্নপ্রায়।
কদিন ধরেই চলছে পুজোর চরম ব্যস্ততা। আর মাত্র কটা দিন পরেই দুর্গাপুজো। এই বাড়িতেই তৈরি করা হয় দুর্গা প্রতিমা। পুজোর কদিন সস্ত্রীক এই কোলন্দায় হাজির হন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। দুর্গাপুজোর এই চারটি দিন বাড়ির লোকজনদের সঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া করে পুনরায় আবার কাজে বেরিয়ে যান। সেই সময় বাড়ির যারা বিভিন্ন প্রান্তে কাজের সূত্রে থাকেন তারাও ফিরে আসেন এই বাড়িতে। সব মিলিয়ে পুজোর দিনগুলো বাড়ির লোকেদের সঙ্গেই কাটান মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। বর্তমানে ভুঁইয়া পরিবারে প্রায় ৩০ জনের বেশী সদস্য রয়েছেন। সবাই মিলেই পুজোর আনন্দে মেতে ওঠেন।