হরি ঘোষ, জামুড়িয়া : জলাভূমি কারখানার দূষিত ছাই দিয়ে ভরাট করার অভিযোগ উঠল বেসরকারি কারখানা ও ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড কর্তৃপক্ষের বিরুদ্ধে। দূষিত ছাই ফেলে জলাভূমি ভরাটের বিরুদ্ধে যৌথ বিক্ষোভ বাউরী সমাজ ও গোয়ালা সমাজের। প্রচুর সংখ্যক স্থানীয়রা জমায়েত করে ছাই ভরাটের কাজ বন্ধ করে দেয়। গোয়ালা সমাজের সভাপতি নয়ন ভোগ অভিযোগ করেন, বেসরকারি কারখানা কর্তৃপক্ষ ও ইসিএল কর্তৃপক্ষের একাংশ সুপরিকল্পিতভাবে এই জলাভূমি বিষাক্ত ও দূষিত ছাই দিয়ে ভরাট করছে। যার ফলে একদিকে যেমন ঐতিহ্যবাহী সিঙ্গার নদী দূষিত হচ্ছে, অপরদিকে এই দূষিত জল ব্যবহার করার ফলে স্থানীয়রাও নানান রকম রোগে ভুগছেন। তাছাড়াও নয়ন গোপ অভিযোগ করেন যে বেআইনিভাবে জলাভূমি ভরাট করার ফলে গবাদি পশু সহ স্থানীয় গ্রামবাসীদের জনসঙ্কটে ভুগতে হবে। তিনি অভিযোগ করেন, পরিবেশ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিছু অসাধু ব্যাক্তি সিঙ্গার নদীতে ছাই ফেলে গতিপথ পরিবর্তন করার চেষ্টা করছেন। এলাকার জলাভূমি গুলোকে ভরাট করে এলাকায় জনসঙ্কট তৈরি করার চেষ্টা করছেন। এই বিষয় নিয়ে বেসরকারি কারখানা কর্তৃপক্ষ ও ইসিএল ম্যানেজমেন্টের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।