নিজস্ব সংবাদদাতা: এবারের লোকসভা নির্বাচন নিয়ে যথেষ্ট তৎপর নির্বাচন কমিশন। ফলে সিসিটিভি থেকে কেন্দ্রীয় বাহিনী, ওয়েবকাস্টিং যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। কোনও রকম কোনও ঝামেলাকেই এড়িয়ে যাচ্ছে না কমিশন। কিন্তু তার মানে কি এই পোলিং এজেন্টরাই সুযোগ পাবে না বুথে?
এমনই ঘটনা ঘটল কোচবিহারের মাথাভাঙায়। মাথাভাঙার ১৩৯ নং বুথে জায়গাই হল না বিভিন্ন দলের পোলিং এজেন্টদের। তাঁদেরকে বুথের বাইরে বসতে দিল কেন্দ্রীয় বাহিনী। এমনকি প্রিসাইডিং অফিসারও কিছু বলতে পারলেন না এই বিষয়ে। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত, তার কোনও উত্তর মেলেনি এখনও।