পাংচার জেডিইউ-শেষ নীতিশ কুমারের রাজনৈতিক যাত্রা! এবারের ভোটের ফল কী হবে? জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর

জেডিইউ-আরজেডিকে নিয়ে বড় মন্তব্য করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর।

author-image
Aniruddha Chakraborty
New Update
prashant kishore

file pic

নিজস্ব সংবাদদাতাঃ  জন সুরজ মিশন সম্পর্কে ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেছেন, "এই দুই বছরে আমি মূল্যায়ন করেছি যে বিজেপি, জেডিইউ, আরজেডি বা যে কোনও রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রায় ১০০% মানুষ, বিহারে পরিবর্তন চান। তাঁরা জন সুরজকে একটা সুযোগ হিসেবে দেখেন, যাতে তাঁরা একসঙ্গে দল গঠন করতে পারেন – চুক্তিবদ্ধ শ্রমিকদের অবস্থা থেকে নিজেদের মুক্ত করতে। নীতিশ কুমারের রাজনৈতিক যাত্রা এখন শেষ পর্যায়ে। তিনি যখন রাজনীতি থেকে পালিয়ে এসেছিলেন, তখন তার নেতারা আমার কাছে সাহায্য চাইতে এসেছিলেন। আমি যদি ওঁকে সাহায্য না করতাম, জানি না নীতিশ কুমার এবং জেডিইউ আজ কোথায় থাকতেন। বিধানসভা ভোটের লড়াইটা হবে জন সুরজ বনাম এনডিএ-র মধ্যে৷ জেডিইউ টায়ার ইতিমধ্যেই পাংচার হয়ে গিয়েছে৷ এই শতাব্দীতে আরজেডি এককভাবে কোনও নির্বাচনে জিততে পারেনি। মুসলিমরা আরজেডির ইন্ধন, কিন্তু এখন তারা (মুসলিমরা) বুঝতে পেরেছে যে যে কোনও দল যদি তাদের সবচেয়ে বেশি শোষণ ও বিশ্বাসঘাতকতা করেছে, তবে তা হল আরজেডি।" 

;ল্কব

NITISH KUMARD.jpg

tejashwikl1.jpg