নিজস্ব সংবাদদাতাঃ জন সুরজ মিশন সম্পর্কে ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেছেন, "এই দুই বছরে আমি মূল্যায়ন করেছি যে বিজেপি, জেডিইউ, আরজেডি বা যে কোনও রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রায় ১০০% মানুষ, বিহারে পরিবর্তন চান। তাঁরা জন সুরজকে একটা সুযোগ হিসেবে দেখেন, যাতে তাঁরা একসঙ্গে দল গঠন করতে পারেন – চুক্তিবদ্ধ শ্রমিকদের অবস্থা থেকে নিজেদের মুক্ত করতে। নীতিশ কুমারের রাজনৈতিক যাত্রা এখন শেষ পর্যায়ে। তিনি যখন রাজনীতি থেকে পালিয়ে এসেছিলেন, তখন তার নেতারা আমার কাছে সাহায্য চাইতে এসেছিলেন। আমি যদি ওঁকে সাহায্য না করতাম, জানি না নীতিশ কুমার এবং জেডিইউ আজ কোথায় থাকতেন। বিধানসভা ভোটের লড়াইটা হবে জন সুরজ বনাম এনডিএ-র মধ্যে৷ জেডিইউ টায়ার ইতিমধ্যেই পাংচার হয়ে গিয়েছে৷ এই শতাব্দীতে আরজেডি এককভাবে কোনও নির্বাচনে জিততে পারেনি। মুসলিমরা আরজেডির ইন্ধন, কিন্তু এখন তারা (মুসলিমরা) বুঝতে পেরেছে যে যে কোনও দল যদি তাদের সবচেয়ে বেশি শোষণ ও বিশ্বাসঘাতকতা করেছে, তবে তা হল আরজেডি।"
#WATCH | Patna, Bihar: On Jan Suraaj Mission, Poll Strategist Prashant Kishore says, "In these two years I have assessed that a large chunk of people, almost 100% of people related to BJP, JDU, RJD or any political establishment want a change in Bihar. They see Jan Suraj as an… pic.twitter.com/6UN6jNIvIx