বাংলায় আইনের শৃঙ্খলা কোথায়! গুলিবিদ্ধ পুলিশ

প্রিজনভ্যানে অভিযুক্তকে তোলার সময় গুলিবিদ্ধ হল পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
shot on police

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ক্রমাগত গোলাগুলির ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। ১২ দিনের ব্যবধানে দু’জন তৃণমূল নেতার মৃত্যুর পর এবার গুলির নিশানায় খোদ পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বুধবার বিকেলে বিচারাধীন বন্দিকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। আহত দুই পুলিশকর্মীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামপুর মহকুমা আদালত থেকে এক বিচারাধীন বন্দিকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে, গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া কালীবাড়ি এলাকায় দুষ্কৃতীরা পুলিশের গাড়ি অনুসরণ করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, একদল দুষ্কৃতী দল গাড়িটিকে ফলো করছিল। তবে কারা গুলি চালিয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত পুলিশকর্মীদের পরিচয় নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য। এ ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। খোদ পুলিশের উপর এই ধরনের হামলা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে ঘটনাটির পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে। জাতীয় সড়কের মতো ব্যস্ত এলাকায় দুষ্কৃতীদের এমন হামলা ঘটানো নিয়ে এলাকাবাসী হতবাক। রাজ্যে বেড়ে চলা আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

দুষ্কৃতীদের খোঁজে অভিযান চলছে। প্রশাসন জানিয়েছে, ঘটনার দ্রুত সমাধান ও দায়ীদের গ্রেপ্তার করা হবে। তবে সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটছে না।