নিজস্ব সংবাদদাতাঃ বিধায়ক পিভি আনভারের উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে বৃহস্পতিবার অর্থাৎ আজ বিক্ষোভ মিছিল করে যুব কংগ্রেস কর্মীরা। জানা গিয়েছে, যুব কংগ্রেস কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর দফতর ও এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাসক দলের বিধায়ক পি ভি আনভারের তীব্র অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পদত্যাগ দাবি করেছে বিরোধী কংগ্রেস। রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এডিজিপি এম আর অজিত কুমারের বিরুদ্ধে সিপিএম সমর্থিত নীলাম্বুর বিধায়কের উত্থাপিত অভিযোগের সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা ভি ডি সতীসান। আনভার অজিতকুমারের বিরুদ্ধে একটি হত্যার কমিশন এবং চোরাচালানে সহায়তা করার অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব পি শশীরও সমালোচনা করে শাসক বিধায়ক বলেন, সিপিএমের বর্ষীয়ান নেতা সিস্টেমের পচন দূর করতে ব্যর্থ হয়েছেন।