নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: রাস্তার উপর জমে থাকা কাদায় জল পড়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় একের পর এক দুর্ঘটনার মুখে পড়ছিলেন পথ চলতি সাধারণ মানুষ। বিশেষ করে বাইক আর ছোট গাড়ির চালকেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছিলেন। বিষয়টি নজরে আসতেই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাই দ্রুত পদক্ষেপ নেন।
সোমবার সাঁকরাইল থানা এলাকার নেপুরা থেকে রগড়া যাওয়ার পিচ রাস্তার বিভিন্ন অংশে পড়ে থাকা কাদা পরিষ্কার করালেন সাঁকরাইল থানার পুলিশ কর্মীরা এবং সিভিক ভলান্টিয়াররা। জানা গিয়েছে, ধান কাটার যন্ত্র জমি থেকে রাস্তায় ওঠার সময় সেই কাদা পিচের উপর ছড়িয়ে পড়ে। এরপর রবিবার সন্ধ্যায় বৃষ্টির জলে কাদা আরও পিচ্ছিল হয়ে ওঠে, যার ফলে একাধিক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশের এই দ্রুত ও সচেতন পদক্ষেপে খুশি স্থানীয় মানুষজন। তাঁরা জানিয়েছেন, সময় মতো এই উদ্যোগ না নেওয়া হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশের এই ভূমিকা প্রশংসনীয় বলেই মনে করছেন এলাকাবাসী।