নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ সারা রাজ্য জুড়ে চলছে পথ সচেতনতা সপ্তাহ। রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাও এই কর্মসূচি পালন করা হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। এদিন জেলা পুলিশের পক্ষ থেকে খড়গপুর কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উক্ত সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এবং কলেজের অধ্যক্ষ সহ ছাত্র-ছাত্রীরা।
পুলিশ সুপার বলেন, '' দীর্ঘ ১০ বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর "সেফ ড্রাইভ সেভ লাইফ" কর্মসূচি পালন করা হচ্ছে। যার মধ্য দিয়ে মানুষকে সচেতন করে অনেক দুর্ঘটনা কমানো গেছে। পথ সচেতনতা বিশেষ একটি সপ্তাহ পালন করা হয়। তাই আমরা ছাত্র-ছাত্রীদের কাছে এসেছি তাদেরকে সচেতন করতে এবং তো ভাবে পথে বাইক চালিয়ে নিজেদের সুস্থ রাখতে। যে ব্যক্তি পথে গাড়ি নিয়ে বেরোচ্ছে তাকে বুঝতে হবে, তার গুরুত্ব তার পরিবারের কাছে কতটা। পরিবারের কাছে প্রতিটি মানুষের প্রয়োজন অনেক, তাই নিজেকে পথ চলার সময় সাবধানে পথ চলতে হবে। রাস্তায় বাইক চালানোর সময় কানে হেডফোন বা ফোন নিয়ে কোনোভাবেই বাইক চালানো উচিত নয় বলেও জানান পুলিশ সুপার। বিভিন্ন জায়গায় পুলিশ পথচারীদের সাবধান করতে গিয়ে নিজেরাই আহত হয়েছে। তাই আমি প্রত্যেককে বলব সাবধানে গাড়ি চালান, নিজের জীবন বাঁচান। ''