নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: "আমাদের কাছে একটি ভাইরাল অডিও রয়েছে যেখানে পুলিশ আধিকারিকদের হ্যারাস করার কথা বলা হয়েছে", মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার।
পাশাপাশি তিনি বলেন, "একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে এটা করছে কিন্তু আমরা মানবিক, তাই ঘটনা ঘটার পরে আমরা মানবিকভাবেই পরিস্থিতি দমন করতে যতটা করার করেছি। ওরা হাইকোর্টে গেলে আমাদের নথি, তথ্য যা আছে তা আমরা দেব। আমাদের মানবিক দিক পড়ুয়াদের জন্য সবসময় খোলা থাকবে। যাদবপুরের ঘটনায় মেদিনীপুরে পরিকল্পিত ভাবে একটি রাজনৈতিক দল পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে"।