নিজস্ব সংবাদদাতা, অশোকনগরঃ ফের পুলিশের সাফল্য। পাচারের আগেই ৬০ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করলো অশোকনগর থানার পুলিশ। পুলিশের জালে তিন পাচারকারী। সূত্র মারফত জানা গিয়েছে যে, বাজেয়াপ্ত করা হয়েছে গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্রও।
পুলিশ জানিয়েছে ধৃতরা হল, বনগাঁর গোপালগঞ্জের বাসিন্দা বিভূতি বিশ্বাস, বাদুড়িয়ার রাজেশ ঠাকুর ও স্বরূপনগরের বাসিন্দা শুভঙ্কর হালদার। আজ বৃহস্পতিবার হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস সাংবাদিক বৈঠক করে বলেন, ' ধৃতদের কাছ থেকে আনুমানিক ৬০ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। কার্তুজ ভর্তি একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। সোনা পাচার চক্রে আরও কড়া জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের বারাসত মহকুমা আদালতে পাঠানো হয়েছে। '
জানা গিয়েছে যে, পাচারের জন্য নিয়ে যাওয়া সোনা মাঝপথে দুষ্কৃতীদের আরেক দল ছিনতাই করে নেওয়ায় শুরু হয় দুই দুষ্কৃতী দলের মধ্যে হাতাহাতি। পুলিশের কাছে খবর আসে দোগাছিয়া এলাকায় গাড়ি থামিয়ে রাস্তার উপর কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অশোকনগর থানার পুলিশ। অবশেষে পুলিশ তিন দুষ্কৃতীকে আটক করেছে।