পুলিশই ভরসা! মোবাইল হারিয়েও কেনেননি ইন্দাসের স্বপন

বাঁকুড়া জেলার পুলিশ লাইনে হারানো ৫০০টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হল মালিকদের হাতে। হারানো ফোন ফিরে পেয়ে বাকিদের মতোই আপ্লুত পেশায় রাজমিস্ত্রী স্বপন।

author-image
Pallabi Sanyal
New Update
বাঁকুড়া জেলার পুলিশ হারানো মোবাইল ফিরিয়ে দিল

বাঁকুড়া জেলার পুলিশ হারানো মোবাইল ফিরিয়ে দিল

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া : বাঁকুড়া জেলার পুলিশ লাইনে হারানো ৫০০টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হল মালিকদের হাতে। হারানো ফোন ফিরে পেয়ে বাকিদের মতোই আপ্লুত পেশায় রাজমিস্ত্রী স্বপন। ইন্দাসের বাসিন্দা হারানো মোবাইল হাতে পেয়ে ধন্যবাদ জানায় পুলিশকে। বলেন, "স্যার, আমাদের ভরসা আপনারা। আমার মোবাইল হারিয়ে যাবার পর মোবাইল কিনিনি, জানতাম আপনারা ঠিক খুঁজে বের করবেন।"