নিজস্ব সংবাদদাতা: টোটোতে করে BDO অফিসে ফিরছিলেন মহিলা আধিকারিক, টাকা ভর্তি ব্যাগ রেখে দেয় টোটোতে। নেমে সোজা চলে যান অফিসে কিছুক্ষণ পর টের পান ব্যাগ নেই তার কাছে। ঘটনার পরে বাইরে খোঁজাখুঁজি করা হয় ওই টোটোওয়ালাকে।
/anm-bengali/media/post_attachments/b071fb65-76b.png)
যদিও ওই টোটোওয়ালার কোন হদিস পাওয়া গেলো না।তারপর ওই আধিকারিক চন্দ্রকোনা রোড বীট হাউসে পুলিশের দ্বারস্থ হয়। ঘটনার বিবরণ দেওয়া হয়। ঘটনার বিবরণ শুনে পুলিশ তদন্ত শুরু করতে নামে এবং টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করে সেই ব্যাগ তুলে দেওয়া হল চন্দ্রকোনা রোড পুলিশ বিগ হাউসে। তারপর পুলিশের পক্ষ থেকে ওই মহিলা আধিকারিককে টাকার ব্যাগ তুলে দেওয়া হয়।