নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল পুলিশ

নাকা চেকিংয়ের সময় বৃহস্পতিবার বিকেলে উড়িষ্যা থেকে বিপুল পরিমাণে গাঁজা নিয়ে হুগলি জেলায় যাওয়ার পথে একটি গাড়িকে আটক করে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার পুলিশ।

author-image
SWETA MITRA
New Update
ganja.jpg

 

 

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল পুলিশ । নাকা চেকিংয়ের সময় বৃহস্পতিবার বিকেলে উড়িষ্যা থেকে বিপুল পরিমাণে গাঁজা নিয়ে হুগলি জেলায় যাওয়ার পথে একটি গাড়িকে আটক করে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার পুলিশ।  চন্দ্রকোনা (Chandrakona) রোডের রাজ্য সড়কে নাকা চেকিংয়ের সময় একটি ছোট চারচাকা গাড়ি থেকে গাঁজা উদ্ধার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরো জানা গিয়েছে, প্রায় সাত লক্ষ টাকার মূল্যের ৪৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে ওই চালকের বাড়ি হুগলী জেলায়। তবে এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।