নিজস্ব সংবাদদাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে হানা দিল পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ৫টি অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। তার তদন্ত শুরু করেছে পুলিশ। শান্তিনিকেতন থানার ওসি-সহ ৪ জনের একটি দল বিদ্যুৎ চক্রবর্তীর সরকারি বাসভবনে পৌঁছায়। সেখানেই জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রের খবর। জানা গিয়েছে, প্রশ্নোত্তর পর্বের ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ পর্ব লিখিত আকারেও নেওয়া হচ্ছে, পরে সেখানে স্বাক্ষর করবেন বিদ্যুৎ চক্রবর্তী। সদ্য বিশ্বভারতী উপাচর্য পদে থাকার মেয়াদ তাঁর ফোরায়। তাঁর মেয়াদ আর বাড়ানো হয়নি। বিশ্বভারতীর বর্তমানে অন্তর্বর্তী উপাচার্য হয়েছেন কলা ভবনের অধ্যক্ষ সঞ্জয়কুমার মল্লিক।