স্বাস্থ্য পরীক্ষার নামে জালিয়াতি! তদন্তে পর্দাফাঁস কল সেন্টারের

অভিযোগ, USA নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হত ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ গুরুত্বপূর্ণ তথ্য। ভুয়ো কল সেন্টার মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
crime

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ফাঁদ পেতে রমরমিয়ে চলছিল জালিয়াতি। মল্লিকপুরে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এরপর তদন্তে হদিশ মিললো ভুয়ো কল সেন্টারের। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯টি অত্যাধুনিক কম্পিউটার ও একাধিক সফটওয়্যার। পুলিশ সূত্রে খবর,পীরতলা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বছরখানেক আগে কল সেন্টার খোলা হয়। USA নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে গ্রাহকদের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সহ হাতিয়ে নেওয়া হত টাকা।