জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু যাদের কাজ রাস্তায়? এই চাঁদিফাটা রোদকে সঙ্গে করেই নিজেদের কর্তব্য করে চলেছেন ট্রাফিক পুলিশরা। এবার তাদের কথা ভাবল পুলিশ।
নিজস্ব সংবাদদাতা : প্রখর রৌদ্রে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু যাদের কাজ রাস্তায়? এই চাঁদিফাটা রোদকে সঙ্গে করেই নিজেদের কর্তব্য করে চলেছেন ট্রাফিক পুলিশরা। এবার তাদের কথা ভাবল পুলিশ। বিধাননগরের সিটি পুলিশের কমিশনার-আইপিএস গৌরব শর্মা, অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিক সহ যৌথভাবে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের গঙ্গারামপুরের এসডিপিও ও অন্যান্য আধিকারিকরা বুনিয়াদপুরে ডিউটিরত ট্রাফিক পুলিশদের হাতে তুলে দিলেন 'সামার কিটস'। এর মধ্যে রয়েছে জলের বোতল, ছাতা, মাস্ক, গ্লুকোজ/ORS-এর প্যাকেট, সানগ্লাস।