মদ্যপ যুবকদের গণ্ডগোল থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশ কর্মীর! জনতা ভাঙল পুলিশেরই গড়ি

রাতেই গ্রেফতার করা হয়েছে ১০ জনেরও বেশি।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-19 at 12.21.39 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বড় ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর এলাকায়। সেখানে চলছিল গ্রামের পুজো আর সেখানেই শুরু হয় মদ্যপ অবস্থায় গণ্ডগোল। গোলমাল চলতে চলতে তা বিশাল আকার ধারণ করে। ঘটনার খবর যায় দাসপুর থানায়। খবর পেয়ে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ ও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ঠিক সেই সময় এক যুবক মন্দিরের আটচালাতে পড়ে যায়। গ্রামের বেশ কিছুজনের দাবি ওই যুবককে পুলিশ মেরেছে সেই কারণেই পড়ে গিয়েছে সে। ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কলকাতায়।

অপরদিকে পুলিশের দাবি, নিজেদের মধ্যে গণ্ডগোল করতে করতে এই পরিণতি হয়েছে। এলাকার পুজো দেখতে আসা মানুষ পুলিশকে ঘিরে ফেলে। শুরু হয় পুলিশের সঙ্গে তুমুল গণ্ডগোল। অভিযোগ, এক পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দেয় উত্তেজিত জনতা। অকথ্য ভাষায় গালি দেওয়া হয় পুলিশকে। এমনকি পুলিশ গাড়িও নাকি ভেঙে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় RAF ও ঘটনাস্থলে উপস্থিত হয় ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক, ঘাটাল সার্কেল ইন্সপেক্টর, ওসি দাসপুর, ওসি ঘাটাল সহ বিশাল বাহিনী। ঘটনায় রাতেই এলাকা থেকে গ্রেফতার করা হয় ১০ জনের বেশি ব্যক্তিকে। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

policelathi