জয়নগরে ত্রাণ নিয়ে যেতে পুলিশি বাধা, আদালতের দ্বারস্থ সিপিএম

জয়নগরের দলুয়াখাকি গ্রামে ত্রান নিয়ে যেতে গেলে বার বার পুলিশি বাধার মুখে পড়ে সিপিএম। পুলিশের সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হল সিপিএম।

author-image
Tamalika Chakraborty
New Update
kolkata high court

নিজস্ব সংবাদদাতা: জয়নগরে ত্রাণ নিয়ে যেতে বার বার পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে সিপিএমকে। এবার পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল সিপিএম। অন্যদিকে, শুধু বাম-কংগ্রেস বা নওশাদ সিদ্দিকিকে নয়, জয়নগরে ত্রাণ নিয়ে যেতে গিয়ে বাধার মুখে পড়তে হয় 'আমরা আক্রন্ত'-কে।  'আমরা আক্রান্ত' সংগঠনের মুখপাত্র অম্বিকেশ মহাপাত্র জয়নগরের দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁকেও বাধা দেন। জয়নগরে তৃণমূল নেতা খুনের পর সিপিএমের কর্মী সমর্থকদের ১৬টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় অন্যন্য কর্মীদের বাড়ি। সিপিএম দু'বার  দুলখাকি গ্রামে ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দুবারই পুলিশ বাধা দেয়।