নিজস্ব সংবাদদাতা: পুলিশের বিরুদ্ধে এখন সরব গোটা রাজ্যই। একাধিক অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধে। আরজি করের ঘটনার পর থেকে এখন মানুষের আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে সেই পুলিশই। তাই এবার পুলিশের ক্ষেত্রেই চলবে নজরদারি।
যা জানা যাচ্ছে, জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হচ্ছে। পুলিশ অ্যাপের মাধ্যমে এবার পুলিশ কর্মীদের উপর 'নজরদারি' চালাবেন জলপাইগুড়ি জেলা পুলিশের কর্তারা। বাজার, শপিং মল, বাসস্ট্যান্ড, হাসপাতাল পার্ক সহ জলপাইগুড়ি শহরের ১৮৫টি জায়গায় যেখানে পুলিশ কর্মীরা ডিউটি করছেন, সেখানে তারা সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন কিনা তা অ্যাপের মাধ্যমে খতিয়ে দেখা হবে।
এই প্রক্রিয়া চালানোর জন্য জলপাইগুড়ি শহরের সর্বত্র অ্যাপের কিউআর কোড লাগানো হচ্ছে। ওইসব এলাকায় পুলিশের মোবাইল ভ্যান পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিজেদের মোবাইল থেকে ওই কিউআর কোড স্ক্যান করবেন পুলিশ কর্মীরা। সঙ্গে সঙ্গে নির্দিষ্ট থানায় ও পুলিশ কর্তাদের কাছে পৌঁছে যাবে একটি মোবাইল বার্তা।
নির্দিষ্ট ওই পুলিশ ভ্যানটি কোথায় রয়েছে সেই বার্তার মাধ্যমে খুব সহজেই তা জানতে বা বুঝতে পারবেন জেলা পুলিশ কর্তারা। জলপাইগুড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি শহরের ১৮৫টি গুরুত্বপূর্ণ জায়গায় মোবাইল অ্যাপের কিউআর কোড লাগানো হয়েছে। তাতেই চলবে নজদারি। কিন্তু আদপেও কি এই নজরদারি অভিযান অন্যান্য জেলাতেও কার্যকরী করা হবে? সেই বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।