বাঁকুড়া থেকে আসানসোল, বিহার! চুরির তদন্তে পুলিশের জালে ৩

চল্লিশ ফুট লম্বা টাওয়ারের সাথে আরো অনেক সামগ্রী চুরি হয়ে যাওয়ার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করছিল বড়জোড়া থানার পুলিশ। বিহারের সমস্তিপুরে বাড়ি ঘটনার মূল পান্ডার। তাকে আসানসোল থেকে গ্রেফতার করা হয়েছে।

author-image
Pallabi Sanyal
New Update
বাঁকুড়া পুলিশ

বাঁকুড়া পুলিশ

নিজস্ব সংবাদদাতা : চল্লিশ ফুট লম্বা টাওয়ারের সাথে আরো অনেক সামগ্রী চুরি হয়ে যাওয়ার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করছিল বড়জোড়া থানার পুলিশ। মালিয়াড়াতে ঘটে চুরির ঘটনাটি। তারপরই টাওয়ার কোম্পানির একটি অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। এরপর তদন্ত করতে গিয়ে পুলিশ দেখে যে অপরাধের জাল শুধু বাঁকুড়াতেই সীমাবদ্ধ নয়। জমির মালিককে গ্রেফতার করার পর একের পর এক পর্দা ফাঁস করতে থাকে পুলিশ। বিহারের সমস্তিপুরে বাড়ি  ঘটনার মূল পান্ডার। তাকে আসানসোল থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে গ্রেফতার করা হয় বিহারের সমস্তিপুরের একজনকে।দুর্লভপুর থেকে আরো তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও হাওড়ার চ্যাটার্জীহাট ও লিলুয়া থানা থেকে গ্রেফতার করা হয় আরো দুজনকে।  অপরাধের এই জাল অন্য জেলাতেও ছড়িয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।